প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৩ ১৯:০১

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

বগুড়ার আদমদীঘি উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক রবিন হোসেন (২০) মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত সোমবার সন্ধ্যায় বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলার বড়আখিড়া মোড়ে বাসের ধাক্কায় আহত হন রবিন। তিনি উপজেলার উপর পোঁওতা গ্রামের বাবুর ছেলে।

পুলিশ ও স্থানিয় সূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারি বিকালে উপর পোঁওতা গ্রামের ওয়াজ মাহফিলের প্রচার শেষে বাড়ি ফেরার পথে বড়আখিড়া এলাকায় ঢাকাগামী বাসের সাথে চার্জার ভ্যানের মুখোমুখী সংঘর্ষে ৬ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। তিন দিন পর বৃহস্পতিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে রবিন মারা যান। তিনি ওয়াজ মাহফিলের প্রচারণার কাজে চার্জার ভ্যানে ছিলেন। 

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরর করা হয়েছে। শুক্রবার বিকেলে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। 

উপরে