প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩ ১৪:৩১
এ কেমন শত্রুতা!

দু’পক্ষের বিরোধে ২ শতাধিক কলাগাছ বিনষ্ট

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
দু’পক্ষের বিরোধে ২ শতাধিক কলাগাছ বিনষ্ট

বগুড়ার শিবগঞ্জে জমির দখলত্ব দাবী করার বিরোধে এক অসহায় কৃষকের ২ শতাধিক কলাগাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা।

এঘটনায় জমির দাবীদার ২ পক্ষ থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, একপর্যায়ে প্রতিপক্ষ অসহায় কৃষক আব্দুল মতিন পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে কলাগাছ রোপন করে একপর্যায়ে এলাকার প্রবাসীর স্ত্রী প্রতিপক্ষ তানজিলা জমিটি ক্রয় করে এবং সেও উক্ত জমিতে কলাগাছ রোপন করে। কাগজপত্র ও দলিরপত্রে জটিলতার কারণে উভয়পক্ষ জমিটির মালিকানা দাবী করে। একপর্যায়ে বুধবার উভয়পক্ষের মধ্যে জমির মালিকানা নিয়ে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এঘটনায় তাদের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করলে রাতের আধারে জমিটির ২ শতাধিক কলাগাছ কেটে ফেলে। এরপ্রেক্ষিতে উভয়পক্ষই একে-অপরকে দোষারোপ করতে থাকে। এঘটনায় প্রবাসীর স্ত্রী তানজিলা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। অপরপক্ষ বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে মিমাংসার করার চেষ্টায় ব্যর্থ হয়ে নিরূপায় হয়ে আইনগত সহায়তা পাওয়ার জন্য পৃথক একটি অভিযোগ শিবগঞ্জ থানায় দায়ের করে। এঘটনায় এলাকার চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন মুহুর্তে এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

এঘটনায় এলাকার শান্তিপ্রিয় মানুষ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্ট ও হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম বলেন, দু’পক্ষের অভিযোগ পেয়েছি, দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপরে