৩য় বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'র দ্বিতীয় দিনে প্রদর্শিত হলো ১৭ টি চলচ্চিত্র
গত ২৬ জানুয়ারি মধুবন সিনেপ্লেক্সে শুরু হয়েছে ৩য় বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ ।
পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ বগুড়ার আয়োজনে ৩ দিনব্যাপি এই উৎসবের উদ্বোধন করেন কবি, প্রাবন্ধিক ও সাহিত্যক বজলুল করিম বাহার।
উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে উৎসব পরিচালক সুপিন বর্মন জানান এইবারের আসরে সবচেয়ে বড় আকর্ষণ হলো সিনেপ্লেক্সে বসে বিশ্বের বিভিন্ন দেশের দারুণ সব চলচ্চিত্র দেখা, ভিন্ন দেশের ভিন্ন ভাষা, সংস্কৃতির ১২টি দেশের মোট ৪২ টি চলচ্চিত্র দেখানো হচ্ছে । প্রিভিউ কমিটির মাধ্যমে বাছাইকৃত চলচ্চিত্রগুলো আগামি ২৮ জানুয়ারি পর্যন্ত মধুবন সিনেপ্লেক্সে দেখানো হবে। উৎসবের দ্বিতীয় দিনে তিউনিসিয়া, মিশর, সেনেগাল, ভারত, বাংলাদেশের মোট ১৭টি চলচ্চিত্র দেখানো হয়। সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত চলে প্রদর্শনী।
উৎসব তথ্য সূত্রে জানা যায় সারা বিশ্ব থেকে এইবার মোট ২৪৫ টি চলচ্চিত্র জমা পড়েছিলো। সেগুলোর মধ্য থেকে প্রিভিউ কমিটি ৩দিনব্যাপি প্রদর্শনের জন্য সেরা ৪২টি চলচ্চিত্র নির্বাচন করেন। বাছাইকৃত এই ৪২টি চলচ্চিত্র থেকে জুরিবোর্ডের মাধ্যমে ৫ ক্যাটাগরিতে দেয়া হবে উৎসবের সেরা পাঁচ চলচ্চিত্রের পুরস্কার। পুরস্কার মনোনয়নের জন্য জুরিবোর্ডে আছেন ভারত থেকে চলচ্চিত্র নির্মাতা ড. জোতির্ময় দেব, নির্মাতা ও সাংবাদিক শ্রীচেতা দাস, নেপাল থেকে নির্মাতা অরুণ দেও জোসি। উৎসব অঙ্গনে অতিথি হিসেবে উপস্থিত আছেন নেপালের চলচ্চিত্র প্রযোজক ইন্দু জোসি এবং জুরি বোর্ড সদস্য অরুণ দেও। উৎসবের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ্ আজম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার চেয়ারম্যান প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত এবং নেপালের চলচ্চিত্র প্রযোজক ইন্দু জোসি। ফেরদৌস ওয়াহিদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে দেখানো হয় ১৮টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র । ২৮ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে আজ সন্ধ্যা ৬টায় দেখানো হবে বাংলাদেশের ১২টি চলচ্চিত্র এবং সেই সাথে প্রদান করা হবে সেরা চলচ্চিত্রের পুরস্কার।

প্রেস বিজ্ঞপ্তি