আদমদীঘিতে অটোরিকশা সহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার
বগুড়ার আদমদীঘিতে ছিনতাই হওয়া একটি অটোরিকশা উদ্ধার সহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১১ টায় এ তথ্যটি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা।
গ্রেপ্তারকৃতরা হলো- নওগাঁ সদরে আরজি নওগাঁ লাটাপাডা এলাকার লালুর ছেলে রাকিব হোসেন (২২), ও নিউ সাহাপুর এলকার মৃত আলী হোসেনের ছেলে ফারুক হোসেন(৪০)।
পুলিশ জানান, চলতি মাসের ১১ জানুয়ারি রাতে তৌহিদ ইসলাম সনির ব্যাটারি চালিত অটোরিকশা রিজার্ভ ভাড়া নিয়ে নওগাঁ থেকে আদমদীঘি উপজেলার সান্তাহারের উদ্দেশ্যে যাত্রী রকিব ও ফারুক হেসেনকে নিয়ে আসেন। এরপর তারা সান্তাাহার স্টেশন এলাকায় কাজ শেষ করে সাইলো সড়কে যাওয়া কথা বলেন তারাপুর তালপুকুর এলাকায় পৌঁছামাত্র অটোরিকশা থামিয়ে চালক তৌহিদ ইসলাম সনিকে এলোপাথারিভাবে মারপিট করে আহত অবস্থায় ফেলে রেখে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী অটোরিকশা চালক তৌহিদ ইসলাম সনির মামা ইমরান হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার তদন্তের এক পর্যায়ে গত বৃহস্পতিবার(২৬ জানুয়ারী) গভীর রাতে ওই ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার সহ রাকিব হেসেন ও ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ