সৈয়দপুরে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ১৩ জন বীরাঙ্গাদের মাঝে কম্বল বিতরণ
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের উদ্যোগে কালের কন্ঠ শুভ সংঘ নীলফামারীর সৈয়দপুর উপজেলা শাখার আয়োজনে বীরাঙ্গনাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে ওই কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীরাঙ্গাদের হাতে কম্বল তুলে দেন সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব ।
কালের কন্ঠ শুভ সংঘ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক নাছিম রেজা শাহ’র সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কালের কন্ঠ শুভ সংঘের সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, বীরমুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মোছা. রফিকা বেগম ও জ্যেষ্ঠ প্রভাষক মোছা. ফারজানা সুলতানা ইভা, কালের কন্ঠ শুভ সংঘের সৈয়দপুর শাখার সহ-সভাপতি এ্যাডভোকেট হিল্লোল রায়, কোষাধ্যক্ষ মো. আব্দুল খালেক, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, কার্যকরী সদস্য আমির হোসেন ও কালের কন্ঠের সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতুসহ শুভ সংঘের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১৩ জন বীরাঙ্গনার মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
একই দিন ওই অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তি, পত্রিকার হকার, অসহায়,দুস্থ ,শীতার্তদের মাঝে এক শত কম্বল বিতরণ করা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: