বগুড়া প্রেসক্লাবের প্রীতি সম্মিলন ও বার্ষিক ভোজ অনুষ্ঠিত
বগুড়া প্রেসক্লাবের প্রীতি সম্মিলণ ও বার্ষিক ভোজ শনিবার হোটেল নাজ গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপি অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানে মধ্যাহ্ন ভোজের পর আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন এর সভাপতিত্বে ও নির্বাহি সদস্য জেএম রউফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু পরে আমন্ত্রিত অতিথি বৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম, ৪ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ আবু সায়েম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, শজিমেক অধ্যক্ষ প্রফেসর ডা: রেজাউল আলম জুয়েল।
মধ্যাহ্ন ভোজের পর ক্লাব সদস্যদের জন্য জনপ্রিয় অনুষ্ঠান র্যাফেল ড্র পরিচালনা করেন দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু ও ক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু। দিনব্যাপি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক বিরোধিদলীয় চীফ হুইপ নুরুল ইসলাম ওমর, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক উজ্জল কুমার ঘোষ, দিনেশ চন্দ্র সরকার, নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, শরাফত ইসলাম, এপিবিএন এর এএসপি খালেকুজ্জামান পিপিএম, বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা, জেলা আ’লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, সাগর কুমার রায়, মোহাম্মদ আলী হাসপাতালের তত্বাবধায়ক ডা: এটিএম নুরুজ্জামান, আরএমও ডা: শফিক আমিন কাজল, বিট মডেল স্কুলের প্রতিষ্ঠা প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকত, বিশিষ্ঠ ব্যবসায়ী আবুল কালাম আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি তৌফিক হাসান ময়না, সা: সম্পাদক সাঈদ সিদ্দিকী, বঙ্গবন্ধু পরিষদের সা: সম্পাদক ডা: এস এম মিল্লাত হোসেন, সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী, ট্রাফিক ইন্সপেক্টর মাহবুব আলম খান, ওসি ডিবি সাইহান ওলিউল্লাহ, প্রেসক্লাবের সহ সভাপতি এসএম কাওসার, মাসুদুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাজেদুর রহমান সিজু, দপ্তর সম্পাদক শফিউল আযম কমল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক লতিফুল করিম, পাঠাগার সম্পাদক এইচ আলিম, কার্যনির্বাহী সদস্য আরিফ রেহমান, আবুল কালাম আজাদ ঠান্ডা, ফরহাদুজ্জামান শাহী, আব্দুল মোত্তালিব মানিক, প্রদীপ ভট্টাচার্য শংকর, চপল সাহা, তানসেন আলম, নাজমুল হুদা নাসিম ও আব্দুর রহিম।
অনুষ্ঠানে প্রবীন সাংবাদিক মোজাম্মেল হক, সমুদ্র হক, আব্দুর রহিম বগড়া ও প্রদীপ ভট্টাচার্য শংকরকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ক্লাবের স্মরনিকার মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন। র্যাফেল ড্র শেষে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি