পঞ্চগড়ে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ
পঞ্চগড়ে অস্বছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেদ্র হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাে. রুহুল আমিন খান (অতিরিক্ত সচিব)।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমাজ সেবার সহকারী পরিচালক মাছুম আলী, পঞ্চগড় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. দীপক কুমার রায়সহ পদস্ত কর্মকর্তাগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেশ প্রতিবন্ধী স্কুলের পরিচালক মাে. জহিরুল ইসলাম। অনুষ্ঠানে ৩০ জন অস্বছল প্রতিবন্ধী নারী-পুরুষ ও শিশুকে একটি করে হুইল চেয়ার এবং একটি করে কম্বল প্রদান করা হয়।

পঞ্চগড় প্রতিনিধি