বিজয়ী হলে গোটা সমাজ ব্যবস্থাকেই পাল্টে দিতে চান তরুন ব্যবসায়ী সানি
আগামী ১লা ফেব্রুয়ারী বগুড়া সদর আসনের উপ-নির্বাচনে প্রার্থী হয়েছেন বগুড়ার শিক্ষিত, সমাজ সেবক, বিনয়ী ও ভদ্র, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠসর ও তরুন ব্যবসায়ী রাকিব হাসান সানি।
তিনি বগুড়া শহরের নাটাইপাড়া হাজী জিল্লুর রহমান সড়কস্থ নিবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান বুলুর ২য় পুত্র। এ নির্বাচনে তিনি কুমীর প্রতীক নিয়ে লড়ছেন। সরাসরি কোন রাজনীতির সাথে জড়িত না থাকলেও সামাজিক উন্নয়নমুলক কর্মকান্ড সহ অসহায় মানুষের নিবেদিত প্রান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
ছোট বেলা থেকেই তার স্বপ্ন ছিল ক্ষুনে ধরা এই সমাজের বৈপ্লবিক পরিবর্তন। সেই লক্ষকে সামনে রেখেই তীল তীল করে নিজেকে গড়ে তুলেছেন তিনি। একান্ত আলাপ চারিতায় সানি বলেন আমি নির্বাচনে দাড়িয়েছি পরিবর্তন করার সাহস নিয়ে, সয়ং আল্লাহর উপর ভরসা কর্,ে আমি অন্যায়ের বিরুদ্ধে দাড়াতে পারি, দুর্নীতির বিরুদ্ধে একাই লড়তে পারি, সমাজের সকল নোংরামি কে আটকানোর সাহস রাখি। নোংরা সিস্টেমের বিরুদ্ধে বুক ফুলে সামনে দাড়াতে পারি, নারী, শিশু ও পুরুষ নির্যাতন প্রতিরোধে ভুমিকা রাখতে পারি, আমি কালো বাজারি সহ সকল সেক্টরে চোষক খোরদের বিরুদ্ধে দাড়ানোর সাহস রাখি।
তিনি আরো বলেন আমি বুঝি স্বচ্ছতা, জবাব দিহিতা, জনগনের ভালোবাসা। আমি বিজয়ী হলে তরুন সামাজ কে সাথে নিয়ে আগামী দিনের ভবিষ্যত গড়তে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। আপনারা আর কোন ভাড়া করা মানুষকে ভোট না দিয়ে এলাকার সন্তানকে ভোট দিয়ে বিজয়ী করুন। তিনি সকল বগুড়াবাসী, বন্ধ,ু বান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তিনি যেন আগামী ১লা ফেব্রুয়ারী উপ নির্বাচনে বিজয়ী হয়ে জনগনের সেবক হয়ে কাজ করে যেতে পারেন।

প্রেস বিজ্ঞপ্তি