আদমদীঘিতে অবৈধ ভাবে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা
বগুড়ার আদমদীঘিতে ফসলি জমিতে অবৈধ ভাবে পুকুন খননের দায়ে এক এক্সকেভেটর (ভেকু) চালকের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার ভ্রাম্যমান নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার এই জরিমানা আদায় করেন। এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারপুর গ্রামের নুর মোহাম্মাদ তার ফসলি জমিতে এক্সকেভেটর (ভেকু) দিয়ে অবৈধ ভাবে পুকুর খনন করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে উপজেলা নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার ও অফিসার ইনচার্জ রেজাউল করিম ফোর্সসহ কোমারপুর গ্রামে অভিযান চালিয়ে ভেকুর চালক পাবনা জেলার আমিনপুরের আব্দুর রহিমের ছেলে হৃদয়ের ৫০ হাজার টাকা জরিমানা করেন।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ