আদমদীঘিতে শেখ কামাল আন্ত:স্কুল এ্যাথলেটিক্স ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত
বগুড়ার আদমদীঘি উপজেলা পর্যায়ে ২য় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এ লক্ষে এক আলোচনা সভা শনিবার আদমদীঘি উপজেলা সদরের ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা
নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপাতি সিরাজুল ইসলাম খান রাজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার, বগুড়া জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি নাজিমুল হুদা খন্দকার, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরষ্কার বিতরণ করেন।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ