শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে শীতার্ত ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে ৫শতাধিক শীতার্ত ও দুঃস্থ অসহায় মানুষদের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়।
থানা চত্বরে অফিসার ইনচার্জ মুঞ্জুরুল আলম এর সভাপতিত্বে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার সদীপ কুমার চক্রবর্তী বিপিএম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল তানভীর হাসান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এস.আই বিরঙ্গ, নাজমুল হোসেন, সাইফুল ইসলাম, ব্রজেন প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ