বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর বার্ষিক সাধারণ সভা ও চার্চ কাউন্সিল গঠন
শতবর্ষ অতিক্রম করা প্রাচীন ও ঐতিহ্যবাহী গোহাইল রোডস্থ উপাসনালয়ে বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর বার্ষিক সাধারণ সভা ও চার্চ কাউন্সিল গঠন করা হয়।
নতুন চার্চ কাউন্সিলে নবনির্বাচবগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর বার্ষিক সাধারণ সভা ও চার্চ কাউন্সিল গঠন
শতবর্ষ অতিক্রম করা প্রাচীন ও ঐতিহ্যবাহী গোহাইল রোডস্থ উপাসনালয়ে বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর বার্ষিক সাধারণ সভা ও চার্চ কাউন্সিল গঠন করা হয়।
নতুন চার্চ কাউন্সিলে নবনির্বাচনে চার্চ কাউন্সিলর সভাপতি রবার্ট রবিন মারান্ডী, সম্পাদক মাইকেল আশের বেসরা, সহ-সভাপতি আলবার্ট সঞ্জয় বিশ্বাস, কোষাধ্যক্ষ স্বপন সরেন, প্রাচীনদ্বয় বুলবুল ব্যাপারী জর্জেট, টোনাম সরকার, পরিচারকদ্বয় গ্যালিব, সুমন হরো, উজ্জ্বল প্রামানিক, পরিচারিকাদ্বয় ছবি বিশ্বাস, মার্গারেট বন্দনা জুঁই। এছাড়াও পালক গিলবার্ট মৃধাকে কাউন্সিলে অর্šÍভূক্ত করা হয়।
নবনির্বাচিত সভাপতি নতুন কমিটির সকল সভ্য ও সভ্য ভাইবোনদের ধন্যবাদ জানান। সেই সাথে সকলকে প্রভূর ঐশ্বরাজ্য বৃদ্ধির জন্য কাজ করার আহ্বান জানান।
নে চার্চ কাউন্সিলর সভাপতি রবার্ট রবিন মারান্ডী, সম্পাদক মাইকেল আশের বেসরা, সহ-সভাপতি আলবার্ট সঞ্জয় বিশ্বাস, কোষাধ্যক্ষ স্বপন সরেন, প্রাচীনদ্বয় বুলবুল ব্যাপারী জর্জেট, টোনাম সরকার, পরিচারকদ্বয় গ্যালিব, সুমন হরো, উজ্জ্বল প্রামানিক, পরিচারিকাদ্বয় ছবি বিশ্বাস, মার্গারেট বন্দনা জুঁই। এছাড়াও পালক গিলবার্ট মৃধাকে কাউন্সিলে অর্šÍভূক্ত করা হয়।
নবনির্বাচিত সভাপতি নতুন কমিটির সকল সভ্য ও সভ্য ভাইবোনদের ধন্যবাদ জানান। সেই সাথে সকলকে প্রভূর ঐশ্বরাজ্য বৃদ্ধির জন্য কাজ করার আহ্বান জানান।

প্রেস বিজ্ঞপ্তি