শিবগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী রাম নরেশ কানুর পরলোক গমন
অবিভক্ত বাংলাদেশের সাবেক জেলা জর্জ এর অফিস সহকারি পরিবহণ ব্যবসায়ী সমাজসেবক স্বর্গীয় বিশ^নাথ কানু এর জ্যোষ্ঠ পুত্র এবং শিবগঞ্জ উপজেলার কেন্দ্রীয় বানাইল বারোয়ারী শিব মন্দির কমিটির সভাপতি বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা: দেবাশীষ কুমার গুপ্ত এর বড় বাবা রাম নরেশ কানু (৮৪) রবিবার সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্তায় শহিদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পরলোক গমন করেন।
তিনি দীর্ঘদিন জটিল ও কঠিন রোগে ভূগিতেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যাসহ অসংখ্যা আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি জানিয়েছেন, শিবগঞ্জ এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারন সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু,ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সোহেল আক্তার মিঠু, পৌর আওয়ামী লীগ সভাপতি আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক ছামছুল ইসলাম মোল্লা, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, উপজেলা কৃষক লীগ সভাপতি লুৎফর রহমান, সাংবাদিক রতন কুমার সিংহ রায়, প্রদীপ মোহন্ত, পবন রায়, পূজা উদযাপন কমিটির সভাপতি রাম নারায়ন কানু, সাধারণ সম্পাদক সুবির কুমার দত্ত, কমিটির অন্যান্যদের মধ্যে দুলাল চন্দ্র অধিকারী, আশিষ কুমারা রায়, বিশিষ্ট ব্যবসায়ী রনজিত কুমার গুপ্ত, রমেশ কুমার গুপ্ত, ছেদিরাম গুপ্ত, শুভ মোহন্ত, ভজন কুমার মোহন্ত, বিমল চন্দ্র, অনিল চন্দ্র, প্রদীপ চন্দ্র।

অনলাইন ডেস্ক