পঞ্চগড়ে এলজিইডি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মো. ইয়াজদানীর ওপর দুবৃত্তদের হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী সাহাবুদ্দিনসহ সকল হামলাকারীর অবিলম্বে শাস্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে এলজিইডির কর্মকর্তা কর্মচারীরা।
সোমবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের শহীদ মিনার সংলগ্ন পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ধারে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় বক্তব্য দেন জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শামছুজ্জামান, সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ প্রমূখ। বক্তারা অবিলম্বে ইয়াজদানীর ওপর হামলাকারীদের দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পঞ্চগড় প্রতিনিধি