বগুড়ায় র্যাবের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার
বগুড়ার সদর এলাকায় অভিযান চালিয়ে ৯২০ পিস ইয়াবাসহ এক যুবক কে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার সকালে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে সোমবার রাতে বগুড়ার সাতমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন র্যাব-১২ সিরাজগঞ্জের সদস্যরা। গ্রেপ্তার শিহাব উদ্দিন সেলিম (৩০) সোনাতলা উপজেলার পাকুল্লা আগপাড়া গ্রামের বাসিন্দা এবং র্যাবের দাবি তিনি পেশাদার মাদকব্যবসায়ী।
গ্রেফতারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন সিরাজগঞ্জ র্যাব-১২ এর মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে সৈকত হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৯২০ পিস ইয়াবা ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ষ্টাফ রিপোর্টার