বগুড়ায় আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্সে ওয়াইএমসিএ এর সাফল্য
বগুড়ায় শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ সাফল্য অর্জন করেছে।
খ গ্রুপের (নবম-দশম শ্রেণী) অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তামিম ১৫০০ মিটার দৌড়ে প্রথম স্থান, ক গ্রুপ ছাত্র (৬ষ্ঠ-৮ম শ্রেণী) ১০০ মিটার দৌড়ে পিয়াস হোসেন ২য় এবং ক গ্রুপ ছাত্রী মরিয়ম আক্তার (৬ষ্ঠ-৮ম শ্রেণী) হাইজাম্প প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বগুড়া সদরে অংশ নিয়ে এ শিক্ষা প্রতিষ্ঠানটি এই সাফল্য অর্জন করে।
শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু ভালো ফলাফলের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠানের সুনাম বাড়েনি, বেড়েছে উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে খেলাধুলায় অংশ নিয়ে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লেখাপড়ায় যেমন এগিয়ে যাচ্ছে, ঠিক তেমনি খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সুনাম অর্জন করছে। লেখাপড়ার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীরা খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় এগিয়ে গেলে দেশকেও এগিয়ে নিতে পারবে।

প্রেস বিজ্ঞপ্তি