আগামী ১১ মার্চ বগুড়ায় দিনব্যাপী কুঁড়ি উৎসব
বগুড়া থেকে প্রকাশিত শিশু-কিশোর সাহিত্য পত্রিকা মাসিক কুঁড়ি’র ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে কুঁড়ি উৎসব আয়োজনের লক্ষ্যে ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টায়, ম্যাক্স মোটেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কবি-প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় কুঁড়ি উৎসব আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন, কবি জয়ন্ত দেব, কুঁড়ি’র উপদেষ্টা সম্পাদক জি এম সাকলায়েন বিটুল ও কবি সেলিম রেজা কাজল, কলামিস্ট এড. মনতেজার রহমান মন্টু, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কবি রাব্বানী সরকার, কবি-গল্পকার আলতুনিয়া টুটু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মির্জা আহছানুল হক দুলাল, লুবনা জাহান ও আবেদা আশরাফ, কুঁড়ি’র সম্পাদনা সহকারী জিল্ধসঢ়;লুর রহমান শামীম, উম্মে হাবিবা, জাকি-উল হক জীবন প্রমুখ। সভায় বিস্তারিত আলোচনা শেষে আগামী ১১ মার্চ ২০২৩ দিনব্যাপী ‘কুঁড়ি উৎসব’ আয়োজনের সিদ্ধান্ত হয়। উৎসব সফল করতে এবারও জাতীয় পর্যায়ের একজন বিশিষ্ট ছাড়াকার, একজন শিশু-কিশোর সাহিত্য পত্রিকার সম্পাদক এবং কুঁড়ি’র ক্ষুদে লেখিয়েদের মধ্য থেকে একজন ছড়াকার, একজন গল্পকার ও একজন প্রচ্ছদ শিল্পীকে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত এবং তিন সদস্যবিশিষ্ট সম্মাননা বাছাই কমিটি গঠন করা হয়। সভা পরিচালক করেন কুঁড়ি’র সম্পাদক আব্দুল খালেক।

ষ্টাফ রিপোর্টার