প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১৪:৪৪

শিবগঞ্জে জামায়াত শিবিরের ৯ সক্রিয় নেতাকর্মী আটক

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জে জামায়াত শিবিরের ৯ সক্রিয় নেতাকর্মী আটক

বগুড়ার শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রায়নগর ইউনিয়নের সাবেক জামায়াত নেতা ইউপি চেয়ারম্যান মৃত আব্দুল খালেকের বাড়ীতে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ঘটনাস্থলে পৌছে এক বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জামায়াত শিরিরের ৯ সক্রিয় সদস্যকে আটক করেছে।

আটককৃতরা হলেন বাংলাদেশ জামায়াত ইসলামী এর বগুড়া জেলার ও শিবগঞ্জ উপজেলার শাখার সক্রিয় সদস্য প্রফেসর আব্দুল হালিম (৪৮), মোশারফ হোসেন (৪৫), আছার উদ্দীন (৪৪), কিচক মমতাজুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জামায়াত শিবিরের অর্থ যোগানদাতা মমতাজ উদ্দিন (৬৭), আলাল উদ্দিন (৫৩), তোফাজ্জল হোসেন (৫৯), সুলতান মাহমুদ (৫৩), বেলাল উদ্দিন (৪৮), শাহ আলম (৫৫)।

শিবগঞ্জ সার্কেল তানভীর আহম্মেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনা ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার সুনিষ্টি অভিযোগ পাওয়া গেছে। আটককৃতদের নিকট থেকে পাঁচটি অবিষ্ফোরিত কক্টেল সদৃশ্য বোমা, পাঁচটি লোহার রড, জামায়াত ইসলামের ব্যক্তিগত রিপোর্ট বই, একটি ছোট ডায়রী, আয়-ব্যয় হিসাব রশিদ। এব্যাপারে শিবগঞ্জ থানায় ৩ ফেব্রুয়ারী ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদান বলি আইনের সংশোধনী ২০০২ এর ৪/৬ ধারা তদসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলা রুজু করে আটককৃত আসামীদের বগুড়া জেলহাজুতে প্রেরণ করা হয়েছে।

উপরে