শিবগঞ্জ ফাজিল ডিগ্রী মাদ্রাসার একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ
বগুড়ার শিবগঞ্জ ফাজিল ডিগ্রী মাদ্রাসার আয়োজনে নবগত ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার মাদ্রাসার তৃতীয় তলায় হল রুমে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহবুবে রফিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ সার্কেল সহকারি পুলিশ সুপার তানভীর আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলম। প্রভাষক আব্বাস আলীর সঞ্চালনায় উক্ত নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপধাক্ষ্য দেলোয়ার হোসেন, অধ্যাপক মাহবুবুর রহমান, প্রভাষক আব্দুল হামিদ, শিক্ষক তছলিম উদ্দিন, সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক যায়যায়দিন শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহেল আক্তার মিঠু, পরিচালনা কমিটির সদস্য আব্দুল মজিদ, জহুরুল ইসলাম।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ