শিবগঞ্জ পৌর এলাকার মা ও শিশু সহায়তা কর্মসূচি
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তর (ডঋচ) এর সহায়তায় মা ও শিশু সহায়তা কর্মসূচি আওয়তায় গর্ভবতী ও মাতৃত্বকালীন দুগ্ধদানকারী মাদের যাচাই-বাছাই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার পৌরসভা চত্বরে শিবগঞ্জ পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক তৌহিদুর রহমান মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এ যাচাই-বাছাই প্রক্রিয়ার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, পৌর কাউন্সিলর রুহুল আমিন সরকার, খ.ম শামিম, রবিউল ইসলাম, শাহিন প্রামানিক, শাহাদত হোসেন, ওলেদা বেগম, মিনারা বেগম। যাচাই-বাছাইয়ে ২১৬ জন গর্ভবতী মাকে প্রতি মাসে ৮০০ টাকা করে ৩ বৎসরের জন্য ভ্রাতাপ্রাপ্তির সুবিধা প্রদান করা হয়। জনতা ব্যাংকের একাউন্টের মাধ্যমে এটাকা তাদেরকে প্রদান করা হবে বলে ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান জানান।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ