আদমদীঘিতে চুরি হওয়া অটোরিক্সা সহ দুই চোর গ্রেপ্তার
বগুড়ার আদমদীঘিতে সোমবার রাতে পুলিশ উপজেলার কুসুম্বী বাজার এলাকায় অবস্থিত একটি ভাংড়ি দোকানে অভিযান চালিয়ে একটি চোরাই ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার ও দুই ভাংড়ি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার কুসুম্বী গ্রামের মনছুর আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৪) ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে হাসান আলী (৩৪)। এ ঘটনায় আদমদীঘি থানায় উল্লেখিত দুইজন’সহ একই গ্রামের মজিবর রহমানের ছেলে মিজানুর (৩৭)কে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আদমদীঘি উপজেলা সদর. সান্তাহার, মুরইল বাজার, কুসুম্বী বাজার, ঢাকারোড মোড়, চাঁপাপুরসহ উপজেলার বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে লোহা ও প্লাষ্টিকের ভাংড়ি দোকান। এই ভাংড়ি ব্যবসার আড়ালে এক শ্রেনীর ভাংড়ি দোকানদার চোরাই লোহা রেলের পাত নাট বল্টু, ব্যাটারী চালিত অটোরিক্সাসহ নানা ধরণের লোহা লক্করও কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন। ভাংড়ি ব্যবসার আড়ালে চোরাই মালামাল কেন বেচা চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ ফ্রেব্রুয়ারী সোমবার সন্ধ্যার পর আদমদীঘি থানা পুলিশ কুসুম্বী বাজারে অবস্থিত সাদ্দাম হোসেন ভাংড়ি দোকানে অভিযান চালিয়ে একটি চোরাই ব্যটারী চালিত অটোরিক্সা উদ্ধার করেন।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান,গ্রেপ্তারকৃত দুই আসামীদের মঙ্গলবার বগুড়া আদালতে পাঠানো হয়েছে ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ