আদমদীঘিতে বিএনপির সভাপতি-সম্পাদক কারাগারে
বগুড়ার আদমদীঘিতে যুবলীগের সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণ মামলায় আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার ও সাধারণ সম্পাদক আবু হাসানকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন আদালত।
এ মামলায় উচ্চ আদালত থেকে ও নিম্ন আদালত থেকে জামিনে মুক্ত থাকার পর গতকাল ৭ ফ্রেবুয়ারী মঙ্গলবার বিএনপির সভাপতি, সম্পাদক সহ ৩৬ জন নেতাকর্মি বগুড়া জেলা জজ আদালতে হাজির হন। আদালত শুনানী অন্তে ৩৪ জনের জামিন মঞ্জুর করেন এবং সভাপতি আব্দুল মহিত তালুকদার ও সাধারন সম্পাদক আবু হাসানের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
উল্লেখ্য,গত ২০২২ সালের ২৩ নভেম্বর সন্ধ্যায় আদমদীঘি উপজেলা যুবলীগের উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটনায় ছাত্রলীগ নেতা পলাশ,মিঠু,রাসেল,বাপ্পী,রিফাত আহত হয়। এ ঘটনায় আদমদীঘি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বাদি হয়ে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত
তালুকদার ও সাধারণ সম্পাদক আবু হাসান সহ ৩৭জন বিএনপি নেতাকর্মির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ মামলার আসামীরা উচ্চ আদালত ও নিম্ন আদালত থেকে জামিনে থাকার পর মঙ্গলবার জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত উপরোক্ত আদেশ দেন। আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বুলবুল ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ