সৈয়দপুরে জিপিএ-৫ পেয়েছে ৯৫১ জন
২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে নীলফামারীর সৈয়দপুর উপজেলার ১৪ টি কলেজের মধ্যে ১১টি থেকে ৯৫১ জন পরীক্ষার্থী জিপিএ - ৫ পেয়েছে।
জিপিএ -৫ প্রাপ্তদের শিক্ষার্থীদের মধ্যে রয়েছে বিজ্ঞান বিভাগের ৭৫২ জন, মানবিকের ১২৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৭১ জন। আর শুধুমাত্র তিনটি কলেজ থেকে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এবারে (২০২২ সাল) সৈয়দপুর উপজেলায় এইচএসসি পরীক্ষায় জিপিএ - ৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষে রয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ কলেজের ৪৫২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ - ৫ পেয়েছে ৩২৩ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগের ২৭৬ জন, মানবিকে ৩৭ জন এবং ব্যবসায় শিক্ষায় ১০ জন। আর জিপিএ-৫ প্রাপ্তিতে উপজেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এ কলেজ থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ২৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ - ৫ পেয়েছে ২২৬ জন। সর্বমোট ৪৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৭ জন জিপিএ-৫ পেয়ে সৈয়দপুর উপজেলায় তৃতীয় অবস্থান রয়েছে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর পরিচালিত লায়ন্স স্কুল এন্ড কলেজ। এ কলেজ থেকে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বিজ্ঞানে ১৪৮, মানবিকে ৩৫ ও ব্যবসায় শিক্ষায় ২৪ জন রয়েছে। ৭৮ জন জিপিএ-৫ পেয়ে উপজেলায় চতুর্থ অবস্থানে রয়েছে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার পরিচালিত সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ। এ কলেজের ৩৪২ জন পরীক্ষার্থী মধ্যে বিজ্ঞানে ৩১ জন, মানবিকে ২৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২২ জন জিপিএ-৫ অর্জন করেছে। জিপিএ-৫ প্রাপ্ত কলেজগুলোর মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর সরকার কলেজ। এ কলেজের ৪২০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৮ জন। এদের মধ্যে বিজ্ঞানে ৫২জন, মানবিকে ১১ জন এবং ব্যবসায় শিক্ষায় ৫ জন পরীক্ষার্থী রয়েছে।
এছাড়াও সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের তিন বিভাগের ১৭ জন, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের তিন বিভাগের ১২ জন, লক্ষণপুর স্কুল এন্ড কলেজে দুই বিভাগের ১০ জন, হাজারীহাট স্কুল ও কলেজের দুই বিভাগের ৮ জন, কামারপুকুর ডিগ্রী কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের একজন এবং সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে মানবিকে একজন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: