পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউলিপ ফুল পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে
নেদারল্যান্ড, কাশ্মীর, সুইজারল্যান্ড, তুরস্ক নয়; সীমান্ত জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া গ্রামে বানিজ্যিকভাবে দ্বিতীয়বারের মত টিউলিপ ফুল উৎপাদিত হচ্ছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ইণ্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভলপমেন্ট (ইফাদ)’র সহযোগিতায় দেশের উন্নয়ন সহযোগী সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) দেশের উত্তরাঞ্চলে টিউলিপ ফুল চাষ প্রকল্পের উদ্যোগ নেয়।
এই প্রকল্পের আওতায় তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের ২০ জন কৃষাণী দুই একর জমিতে টিউলিপ ফুল চাষ করেছে। গত ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ও পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার টিউলিপ ফুলের বাল্ব (বীজ) রোপণ উদ্বোধন করেন। ইএসডিও’র এই প্রকল্পের আওতায় চাষীরা এখানে ১০টি প্রজাতির ১০ কালারের টিউলিপ চাষ করেছেন। আগামী ১০ দিনের মধ্যে সকল কলি ফুলে পরিণত হবে বলে জানিয়েছেন কৃষাণীরা। মাত্র ১৬ দিনের পরিচর্যায় ফুলের কলি আসে। ২০-২১ দিনের মধ্যেই ফুল ফুটতে শুরু করে। ডাটায় কিছু পাতা থাকে। টিউলিপ ফুল চাষের ক্ষেত্রে দিনের বেলা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ফুল চাষ সহনশীল। এই ফুলের বাল্ব বা বীজ রোপণের দিন হতে ১৮-২০ দিনের মধ্যে কলি আসে এবং ২৫- ৬০ দিন পর্যন্ত এই ফুল স্থায়ী থাকে। ইএসডিও চাষীদেরকে এই ফুল চাষাবাদের জন্য নেদারল্যান্ড থেকে টিউলিপ ফুলের প্রতিটি বাল্ব বা বীজ ৫৫ টাকা কিনে চাষীদের মাঝে বিতরণ করেছে। বাল্বের পাশাপাশি ইএসডিও চাষীদেরকে প্রকল্প হতে বিনামুল্যে রাসায়নিক স্যার, জৈব সার, খৈল, শেডনেট এবং ফেন্সিংনেট (বেড়ার জাল) দেয়া হয়েছে। এছাড়া চাষীদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে ফুল চাষাবাদে উপযোগী করে গড়ে তোলা হয়েছে।
উত্তরের শান্ত নিরিবিলি সবুজ শ্যামলিমা পর্যটন এলাকা পঞ্চগড় জেলায় টিউলিপ ফুলের বাগান সৃষ্টি হওয়ায় পর্যটনের আকর্ষণও বেড়েছে। দেশ বিদেশের নানা প্রাান্তের লোকজন নানান প্রজাতি ও নানা রংঙ্গের বাহারি টিউলিপ ফুল দেখে মুগ্ধ হচ্ছেন। কেউ সেলফি তুলছেন। আবার কেউ ফুল কিনছেন। দেশে এই ফুলের চাহিদা থাকায় বিদেশ থেকে আমদানি করতে হয়। উচ্চমূল্যে আমদানির মাধ্যমে এ ফুলের চাহিদা পূরণ করা হয়। নিয়মিত পরিচর্যা, প্রযুক্তি ও কৃষি বিভাগের পরামর্শে চাষীরা এবারেও সফলতা পেয়েছেন। যেহেতু পরীক্ষামূলকভাবে গত বছরেও তারা সফল হয়েছিলেন। এর মধ্য দিয়ে এখানে বাণিজ্যিকভাবে টিউলিপ করা হচ্ছে।
পঞ্চগড় জেলা শহরের ঈদগাহ পুরাতন ক্যাম্পের আশা আক্তার জানান, কয়েকদিন আগে জানতে পেরেছি তেঁতুলিয়ায় টিউলিপ ফুল চাষ হচ্ছে। তাই স্বপরিবারে টিউলিপ দেখতে এসেছি। নানান রঙের টিউলিপ ফুল দেখে অভিভূত হয়েছি। আগে এই ফুলগুলো টিভিতে দেখতাম। এখন নিজের জেলাতেই বাণিজ্যিকভাবে এই ফুলের চাষ হচ্ছে। অনেক দর্শনার্থী টিউলিপ দেখতে আসছেন। আশা করছি আগামী বছর আরও ব্যাপকভাবে তেঁতুলিয়ায় টিউলিপ ফুল চাষ হবে।
ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার বলেন, টিউলিপ ফুল চাষের মাধ্যমে আগামী দিনগুলোতে প্রান্তিক এবং ক্ষুদ্র চাষীদের মধ্যে একটি অর্থনৈতিক আয় এবং সম্ভাবনা যেমন অনেকাংশে বেড়ে যাবে। একইভাবে পর্যটন শিল্পেও তেঁতুলিয়ার যে বিদ্যমান কাঞ্চনজঙ্ঘাসহ অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের
যে একটি আধার সেটি আরও সম্প্রসারিত হবে এবং এটি এ অঞ্চলের আর্থ- সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখতে সক্ষম হবে।

পঞ্চগড় প্রতিনিধি