আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে ৫৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৬ টায় আদমদীঘি স্টেশনের পুর্ব পাশে সান্তাহার থেকে লালমনিরহাট অভিমুখী পদ্মরাগ ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘটে।
আদমদীঘি স্টেশন মাস্টার রবিউল ইসলাম বলেন, পদ্মরাগ ট্রেনটি আদমদীঘি স্টেশনে থামার পর যাত্রী নেমে দিয়ে ট্রেনটি ছাড়ার পর স্টেশনের পুর্ব পাশে ট্রেনে নিচে কাটা পড়েন। সান্তাহার রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার মর্গে পাঠিয়েছে। এঘটনায় জিআরপি থানায় ইউডি মামলা হয়েছে। এরিপোট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় মেলেনি।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ