ব্র্যাক এখন বিশ্বের অন্যতম বৃহত্তম উন্নয়নমূলক সংস্থা
বগুড়া-২ ব্র্যাক শিবগঞ্জ এলাকা ব্যবস্থাপক (দাবি) আলতাফ হোসেন বলেছেন, ব্র্যাক একটি আর্থ-সামাজিক প্রতিষ্ঠান। ব্র্যাক এখন বিশ্বের অন্যতম বৃহত্তম উন্নয়নমূলক সংস্থা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলছে ব্র্যাক।
ব্র্যাক সামাজিক উদ্যোগে শিক্ষার প্রসার, স্বাস্থ্য সেবা, নারী হয়রানী রোধ, আইনী সহায়তা, দুগ্ধ, খাদ্য কৃষি, গবাদী পশুর খামার ও হস্তশিল্পসহ বিভিন্ন ধরনের প্রকল্প চালু রেখেছে। যার সুফল সরাসরি এদেশের মানুষ ভোগ করে চলছে। তিনি বগুড়ার শিবগঞ্জ ব্র্যাক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত ব্র্যাক পরিবার দিবস-২০২৩ এ ব্র্যাক পরিবারের সদস্যদের মিলনমেলা, বার্ষিক বনভোজন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকশনা সম্পাদক এবং যায়যায়দিন শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহেল আক্তার মিঠু। ব্র্যাক জামুরহাট শাখা ব্যবস্থাপক আশিক সিফাতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ শাখার এ.এম (প্রগতি) মিকরুল আলম, ইউএএম (একাউন্টস) রিয়াজুল ইসলাম, বিএস (দাবি) আতোয়ার হোসেন, বিএস (বর্গাচাষী) আঃ লতিফ সরকার।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ