বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ ও বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট এর আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে শেষ হয়েছে ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৩।
শনিবার শিক্ষা প্রতিষ্ঠান মাঠে কেজি হতে দ্বাদশ শ্রেণি ও বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রছাত্রীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া ওয়াইএমসিএ’র সভাপতি ও শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ্যাড. বার্নাড তমাল মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। বগুড়া ওয়াইএমসিএ দেহ, মন, আত্মার সমন্বয় সাধন করে। এটি মনের পরিচর্যা করে থাকে। ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে দেহের সুস্থ পরিচর্যা হয়। বর্তমানে ছাত্রছাত্রীরা প্রযুক্তি নির্ভর হওয়ার কারণে ক্রীড়া, সংস্কৃতি ও সাহিত্য হতে অনেক পিছিয়ে। এ শিক্ষা প্রতিষ্ঠানটি কো-কারিকুলামে বিশেষ গুরুত্ব দেয়ায় ছাত্রছাত্রীদের শরীর ও মনকে সতেজ রাখতে বিশেষ ভুমিকা রাখছে। প্রতিষ্ঠানের এ ধারাটি অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহ্বান ও কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া ওয়াইএমসিএ পরিচালনা পর্ষদের সহসভাপতি মি. সৌরভ বিশ্বাস, বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী ভিভিয়ান রিওন মারান্ডী। শেষে প্রধান অতিথি বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রেস বিজ্ঞপ্তি