আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা
বগুড়ার আদমদীঘিতে নানান জটিল রোগে আক্রান্ত ৬০ বছর বয়সী আব্দুর রহমান বাবু নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মৃত কিনা মিয়ার পুত্র নানান জটিল রোগে আক্রান্ত আব্দুর রহমান বাবু পরিবারের সকলের অজান্তে গতকাল শনিবার বিকাল ৪টায় নিজ শয়ন ঘরের তীরের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করে। থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ