নাটোরে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
নাটোরের লালপুরে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে উপজেলার আড়বাব ইউনিয়নের হাসবাড়িয়ায় ইট বোঝাই ট্রলির ধাক্কায় সম্মাতুল নামের এক বৃদ্ধা, বিলমাড়িয়ার মোহরকয়ায় মাটিবাহী ট্রাক্টর থেকে পড়ে ফরহাদ আলী ও গোপালপুর পৌর এলাকার আজিমনগর স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম নামের আরো এক বৃদ্ধা নিহত হন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের হাসবাড়িয়া গ্রামে ইট বোঝাই ট্রলির ধাক্কায় সম্মাতুল বেগম (৪০) নামের এক বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান। তিনি ওই এলাকার বাবলু হোসেনের স্ত্রী।
এর আগে ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া এলাকায় মাটি বহনকারী ট্রাক্টর থেকে পড়ে ফরহাদ আলী (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই ট্রাক্টরের চালকের সহকারী ছিল। ফরহাদ মোহরকয়া গ্রামের অজিত মোল্লার ছেলে।
অপরদিকে গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশন এলাকায় ইসলামী জালসা শুনে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৭০) নামের আরেক বৃদ্ধার মৃত্যু হয়। তিনি উপজেলার মহিষাখোলা গ্রামের মৃত সোবহানের স্ত্রী।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান জানান, নিহত কিশোর ফরহাদ ও সম্মাতুলের ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। রাবেয়ার মৃত্যু রেল পুলিশের আওতায়।

অনলাইন ডেস্ক