পার্বতীপুর রেলওয়ে জংশনের পরিত্যক্ত ভোজনালয়টি এখন ধ্বংসের দাঁড়প্রান্তে
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনের পরিত্যক্ত ভোজনালয়টি বর্তমানে নোংরা ডাষ্টবিনে পরিনত হয়েছে। প্রয়োজনীয় রক্ষনা বেক্ষনের অভাবে এটি এখন ধ্বংসের দাঁড়প্রান্তে এসে দাঁড়িয়েছে।
পার্বতীপুর রেলওয়ে জংশন দিয়ে চলাচলকারী ট্রেন যাত্রীদের খাওয়ার সুবিধার্থে জংশনের ২ ও ৩ নম্বর প্লাটফর্মের দক্ষিণ প্রান্তে অবস্থিত রেলওয়ের ভোজনালয়টি দীর্ঘ দিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এক সময়ের ব্যস্ততম এই ভোজনালয়ের এক দিকে মুসলিম এবং অন্য দিকে হিন্দু ক্যান্টিন ছিল। কিন্তু এক সময় এগুলো আর না চলায় ভোজনালয়টি পরিত্যক্ত হয়। সেই থেকে ভোজনালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। রক্ষনা বেক্ষন ও প্রয়োজনীয় সংস্কারের অভাবে ভোজনালয় ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনের জানালা দরজা নষ্ট হয়ে গেছে এবং চুরি হয়ে গেছে। তাছাড়াও প্লাটফর্ম উচু করায় ভবনটির একাংশ ভিতরে ঢুকে গেছে। ফলে ভবনটির ভিতরে মল মূত্র ত্যাগ সহ ময়লা অবর্জনা ফেলায় নোংরা ডাষ্টবিনে পরিনত হয়েছে।
দেশের বৃহৎ এই রেলওয়ে জংশনটির নানাদিক থেকে শ্রীবৃদ্ধি করা হলেও ভোজনালয়টির ব্যাপারে প্রয়োজনীয় কোন ব্যবস্হা নেওয়া হচ্ছে না। এটা এক দিকে শ্রীহীন হয়ে পড়েছে অন্যদিকে মল মূত্র ও নোংরা অবর্জনার দূর্গন্ধে এলাকার পরিবেশ দুষিত হচ্ছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বতীপুরে কর্মরত রেলওয়ের উর্দ্ধতন উপ সহকারী প্রকৌশলী রাজা আলী শেখ বলেন,ভোজনালয় ভবনটি ভেঙ্গে সেখানে একটি পাবলিক টয়লেট নির্মান কর হবে এবং এটি প্রক্রিয়াধীন রয়েছে

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ