রাণীনগরে সোনালী এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন
নওগাঁর রাণীনগরে সোনালী ব্যাংক লিমিটেড রাণীনগর শাখা, নওগাঁ এর তত্ত্বাবধানে পরিচালিত সোনালী এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় ফিতা কেটে এজেন্ট অফিসের উদ্বোধন করেন, প্রধান অতিথি নওগাঁর সোনালী ব্যাংক, পিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ওলিউজ্জামান।
রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের রাতোয়াল বাজারে আনুষ্ঠানিক ভাবে এজেন্ট ব্যাংকিং অফিসের উদ্বোধন শেষে, ওই অফিসের ম্যানেজার ও এজেন্ট কোরবান আলীর আয়োজনে এবং সোনালী ব্যাংকের রাণীনগর শাখার ম্যানেজার এ বি এম আঃ হাকীম এর সভাপতিত্বে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা পরিষদের সদস্য জাকির হোসেন জয়, বড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মাস্টার প্রমুখ।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: