সৈয়দপুরে রোটারী ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
রোটারী ক্লাব অব সৈয়দপুর এর উদ্যোগ অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের পৌরসভা সড়কে রোটারী চক্ষু হাসপাতালে ওই কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় দুস্থ ও শীতার্তদের হাতে কম্বল তুলে দেন রোটারী ক্লাব অব সৈয়দপুর এর সাধারণ সম্পাদক ও চার্টার প্রেসিডেন্ট বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর আলহাজ্ব ডা. মো. শরীফুল আলম চৌধুরী।
রোটারী ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি ডা. মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রোটারিয়ান মো. দেলওয়ার হোসেন, রোটারিয়ান মো. লিয়াকত হোসেন লিটন, রোটারিয়ার আলহাজ্ব মো. সালাহউদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওই দিন অনুষ্ঠানে চার শত অসহায় দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: