বগুড়া জেলার শ্রেষ্ঠ উপ পরিদর্শক সান্তাহার ফাঁড়ির রকিব
মাদক সহ সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জানুয়ারী/২০২৩ এ বগুড়া জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক নির্বাচিত হয়েছেন আদমদীঘি উপজেলার সান্তাাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন।
রোববার (১২ ফেব্রুয়ারী) বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী তাকে শ্রেষ্ঠ সম্মননা ক্রেস্ট প্রদান করেন। এছাড়াও গুরুত্বপূর্র্ন মামলার রহস্য উদঘাটনেও তাকে দেওয়া হয়েছে সম্মননা ক্রেস্ট।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন বলেন, আমার এই প্রাপ্তি আমার দলগত কাজের ফল। সরকারি কাজে কোন অবহেলা বা গাফিলতি করার মনমানসিকতা নিয়ে কাজ করিনা। উর্র্দ্ধতন কর্তৃপক্ষের দিক নির্দেশনা মতে জনগনের সাথে বন্ধু সুলভ আচরণের কারণে বিভিন্ন গুরুত্বপূর্ন মামলার রহস্য উদঘাটন সহ আসামী গ্রেফতার করতে সক্ষম হই। তিনি তার ঊর্দ্ধতন কর্তৃপক্ষ বিশেষ করে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, আদমদীঘি-দুপচাঁচিয়া থানার সার্কেল এএসপি নাজরান রউফ ও আদমদীঘি থানার অফিসার ইনচার্জ
রেজাউল করিম রেজা ও সান্তাহার ফাঁড়ির ইনচার্জ রেদোয়ান রহিমের প্রতি কৃতিজ্ঞতা জানিয়েছেন।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ