নর্থ বেঙ্গল কিন্ডারগার্টের এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
নীলফামারীর সৈয়দপুরে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টের এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির বার্ষিক শীতকালীণ ক্রীড়া প্রতিযোগিতা - ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় রেলওয়ের বিভাগীয় ক্রীড়া সংস্থার মাঠে ওই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৈয়দপুর নর্থ বেঙ্গল কিন্ডারগার্টের এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির বার্ষিক শীতকালীণ ক্রীড়া প্রতিযোগিতায় সাতটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে, সৈয়দপুর মুসলিম কিন্ডারগার্টেন, সামশুল হক মেমোরিয়ার একাডেমি, শিশু স্বর্গ বিদ্যা নিকেতন, গ্লোরী একাডেমি, সেন্ট পলস্ মিশন কিন্ডারগার্টেন ও শেখ লুৎফর রহমান বিদ্যাপীঠ। এতে মোট ১২টি ইভেন্টে সাতটি প্রতিষ্ঠানের ১৬৮জন শিক্ষার্থী অংশ নেন। বার্ষিক শীতকালীণ ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রদের জন্য ছয়টি ইভেন্ট এবং ছাত্রীদের জন্য ছয়টি ইভেন্ট ছিল। আর প্রত্যেকটি ইভেন্টে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুইজন করে শিক্ষার্থী অংশ গ্রহনের সুযোগ পায়। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন।
নর্থ বেঙ্গল কিন্ডারগার্টের এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি সৈয়দপুর শাখার সভাপতি ও আল-হুদা একাডেমির অধ্যক্ষ মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খেলা পরিচালনা কমিটির আহ্Ÿায়ক ও সামশুল হক মেমোরিয়াল একাডেমির অধ্যক্ষ কৃষিবিদ এম এ মুবিন সরকার।
শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় নর্থ বেঙ্গল কিন্ডারগার্টের এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির সাধারণ সম্পাদক ও সৈয়দপুর মুসলিম কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মো. আব্দুস্ সোহাদ, শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের পরিচালক মো. শফিকুল আলমসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: