বগুড়ায় ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা
বগুড়ার শেরপুরে ফেসবুকে পোস্ট ও লাইভে এসে পাপ্পা সাহা (২৬) নাম এক যুবক গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার গোসাইপাড়া এলাকায় নিজ শয়ন ঘরে তিনি এ ঘটনা ঘটান। তিনি ওই এলাকার শ্যামল সাহার ছেলে। তিনি এর আগে শেরপুরে পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন।
ঘটনার আগে বিকেলে পাপ্পা তার ফেসবুক টাইমলাইনে একটি স্ট্যাটাস পোস্ট দেন, তাতে লেখা আছে "আমার মৃত্যুর জন্য আমার বাবা-মা ও শশুর দায়ী। বিস্তারিত সন্ধার পর লাইভে" এর প্রায় দেড় ঘন্টা পরেই ঘরের দরজা বন্ধ করে নিজ ঘরের ভেতরে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ।
স্থানীয়রা জানান, পাপ্পা সাহা দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। অসুস্থ থাকার কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে এবং কোনো কর্ম করছিলেন না। ইনকাম করতে না পারার কারণে পারিবারিক অশান্তি লেগেই থাকতো।
শেরপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খন্দকার জানান, লাশ ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ ব্যাপারে শেরপুর থানায় একটি ইউ ডি মামলা হয়েছে।

ষ্টাফ রিপোর্টার