সৈয়দপুরে হাজারীহাট স্কুল এন্ড কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব
নীলফামারীর সৈয়দপুরে হাজারীহাট স্কুল এন্ড কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে অবস্থিত কলেজের সবুজ চত্বরে দিনব্যাপী বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী ফিতা কেটে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় কলেজের শিক্ষক বাবর আলী, রোকশানা পারভীন, মাহবুব আলম মাহী, সলিমুল্লাহ, সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্তভাবে উপস্থিত ছিলেন।
বসন্ত বরণ উৎসব উপলক্ষে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা নানান রকম রঙিন পোশাক পরিধান করেন। এ সময় তারা একে অপরকে ঋতুররাজ বসন্তের ফুলেল শুভেচ্ছা জানান।
আর পিঠা উৎসবকে সামনে রেখে চারটি স্টলে হরেক রকমের পিঠা স্থান পায়। আর নারিকেল পিঠা,তৈল পিঠা,তারা পিঠা,পুলি পিঠা, মিনি নক্শি পিঠা, গোলাপ পিঠা, কলা পিঠা, নুনতা পিঠা, শামুক পিঠা, কপি পিঠাসহ অর্ধশতাধিক প্রকার পিঠাপুলি ছিল পিঠা উৎসবের স্টলগুলোতে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ হাতে এ সব রকমারি পিঠাপুলি তৈরি করে পিঠা উৎসবের স্টলে নিয়ে আসেন। আর শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা স্টলগুলো থেকে পছন্দের পিঠা সংগ্রহ করে খেতে থাকেন। ফলে স্বল্প সময়ের মধ্যে স্টলগুলো থেকে সব রকমের পিঠা শেষ হয়ে যায়।
হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান জানান, এবারই প্রথমবারের মতো কলেজের পক্ষ থেকে স্বল্প পরিসরে বসন্ত বরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এতে শিক্ষাথীদের ব্যাপক সাড়া মিলেছে। এছাড়াও বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজনে বিষয়টি জানতে পেরে আশেপাশের মানুষজনও কলেজ চত্বরে ছুঁটে আসেন। এ সময় কলেজ চত্বরে এক অন্য রকম পরিবেশের অবতারণা হয়। আগামীতে আরো বড় পরিসরে বসন্ত বরণ ও পিঠা উৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: