বগুড়ায় এতিমদের পাশে মানবতার ফেরিওয়ালা আলাল
আকবরিয়া লিমিটেড ও আকবরিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান আলী আলাল বলেন, এতিমরা আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়। আমাদের নবী হযরত মুহাম্মদ (স:) তিনি নিজেও এতিম ছিলেন। তিনি সবসময় এতিমদের খুবই ভালোবাসতেন। সকলেরই জানা এতিম শিশু রাস্তায় কান্নারত থাকাকালীন ঈদের নামাজ শেষে প্রিয় নবী বাড়িতে এনেছিলেন। এতিমদের মনের ব্যথা মোচন ও দুঃখ ঘুচালে এর চেয়ে মহৎ কাজ আর নেই। ভালোবাসা দিবসে তোমাদের সান্নিধ্যে একসাথে বসে খেতে পেরে এ দিবসের সার্থকতা খুঁজে পেয়েছি। বছরের প্রতিটি দিনই ভালোবাসা যায়। আজকের এ দিবসে ভালোবাসা ছড়িয়ে দিতে চাই ভালোবাসার মানুষদের মাঝে। যে মানুষরা সমাজে অবহেলিত ও সুবিধাবঞ্চিত। সে মানুষদেরকে ভালোবাসা দিয়ে ভুলে দিতে চাই তাদের জীবনের হতাশা, দুঃখ, ব্যথা-বেদনা। এ মায়ার জগতে মায়াহীন যারা তারাই বোঝে মায়া-মমতার যন্ত্রণা। ফাগুনের প্রথম দিবসে বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে সবাই আশা করে একটু হাসির ঝলক, একটু ভালবাসা, একটু প্রেম, একটু আদর, একটু সহানুভুতির সুদৃষ্টি। এ গুরুত্ব অনুধাবন করে গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়া সরকারি শিশু পরিবারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
আকবরিয়া কেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় মুক্তধারা সোসাইটির উদ্যোগে বগুড়া সরকারি শিশু পরিবারের ভালোবাসা বঞ্চিত শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। মুক্তধারা সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি নাফিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি শিশু পরিবার উপ-তত্তা¡বধায়ক রীপা মোনালিসা।

প্রেস বিজ্ঞপ্তি