আদমদীঘিতে গাঁজা উদ্ধার দুই মাদক কারবারি গ্রেফতার
বগুড়ার আদমদীঘিতে আড়াই’শ গ্রাম গাঁজা সহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হংেয়ছে। পুলিশ গ্রেপ্তারকৃত ওই দুই মাদক বিক্রেতাকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে উপজেলার নশরতপুর ইউনিয়নের ডুমরীগ্রাম এলাকায় একটি নতুন নির্মাধীন বাড়ীর সামনে পাকা রাস্তা থেকে আড়াই’শ গ্রাম গাঁজা সহ ডুমরীগ্রামের আকাশ মন্ডলের ছেলে নুর আকতার লিটন(৪৫) ও মঠপুকুরিয়া
গ্রামের রইচ উদ্দীনের ছেলে আমিনুর ইসলাম(২৫)কে গ্রেপ্তার করে। থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম জানান,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সোমবার রাতেই মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতা নুর আকতার লিটন ও আমিনুরকে আদালতে প্রেরন করা হয়েছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ