বর্ষিয়ান রাজনীতিবিদ কছিম উদ্দীন ভাষা সৈনিকের স্বীকৃতি আজও পায়নি
বগুড়ার আদমদীঘির উপজেলার একমাত্র ভাষা সৈনিক, সাবেক গর্ভনর, সাবেক এমপি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব কছিম উদ্দীন আহম্মেদ আজও ভাষা সৈনিক হিসেবে স্বীকৃতি পায়নি।
বয়স এখন তার ৯১ বছর। শ্রবন শক্তি দুর্বল হয়েছে তার । তবে এখনো এই বয়সে তিনি রাজনৈতিক কর্মসূচিতে যোগদান করেন,দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কামিটির সভাপতি । দিন রাত ব্যস্ত থাকেন মানুষের,শিক্ষার কল্যানে। ভাষা সংগ্রামের কয়েক যুগ পার হলেও ভাষা সংগ্রামে তার গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি আজ পায়নি। ১৯৫২ সালে তিনি পাবনা এডওয়ার্ড কলেজের ছাত্র ছিলেন। সেই সময় তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়েছিলেন। কছিম উদ্দীন কলেজের যে হোস্টলে থাকতেন তার পাশের কক্ষে থাকতেন সাবেক মন্ত্রী মরহুম আব্দুল মমিন তালুকদার । তিনি ছিলেন পাবনা এডওয়ার্ড কলেজের ভিপি। তার সংস্পর্ছে কছিম উদ্দীন ছাত্র রাজনীতি এবং ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন।
কছিম উদ্দীন জানান, সেই সময়ে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, ক্যাপ্টেন মনসুরের আহম্মেদের সাথে এক সময় ঘনিষ্ঠ হয়ে উঠেন । সেই সময় তিনি পাবনা এডওয়ার্ড কলেজের ইন্ট্যারমিডিয়েটের ছাত্র ছিলেন। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারীতে ঢাকায় ছাত্র হত্যার প্রতিবাদে পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের উদ্যোগে ২২শে ফ্রেবুয়ারীতে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি পাবনা ডিসি অফিস ঘেরাও করে এক সময়। সেই মিছিলে কছিম উদ্দীন যোগ দেন। এক সময় পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ হয়। পুলিশ ক্যাপ্টেন মনসুর, কছিম উদ্দীন সহ ছাত্রলীগের শতাধিক কর্মীকে গ্রেফতার করেন। এক মাস দুই দিন পর পুলিশ কছিম উদ্দীন সহ অনান্যদের ছেড়ে দেন। সেই সময়ে রাতের বেলা সহকর্মীদের সাথে ভাষা আন্দোলের উপর গোপনে পোষ্ঠার লিখে দেওয়ালে লাগানোর কাজ করতেন কছিম উদ্দীন আহম্মেদ। মুক্তিযুদ্ধের নয় মাস ভারতে মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে কাজ করেন বর্ষিয়ান এই নেতা। ১৯৩২ সালে জন্ম নেওয়া এই প্রবীন রাজনীতিবিদ পরবর্তী সময়ে উপজেলা আওয়ামী লীগের দির্ঘদিনের সভাপতি, বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে রাজনীতি করা এই নেতা এখনও দুইটি কলেজের পরিচালনা পরিষদের দায়িত্ব পালন করছেন। তাঁর একান্ত প্রচেষ্ঠায় সান্তাহার মহিলা কলেজটি এমপিও ভুক্ত হয়। অত্যন্ত সৎ,পরিশ্রমি,ত্যাগী এই রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা সংগঠক হিসাবে ভাতা পচ্ছেন ,তবে সেই অর্থ তিনি মানবিক কাজে ব্যয় করেন।
আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার বলেন, উনি একজন প্রবীন রাজনীতিবীদ। উনি ভাষা সৈনিক হিসেবে স্বীকৃতি লাভ করুক এবং সামজিক ভাবে উনি যেন ভাষা সৈনিক হিসেবে সমাজে পরিচিতি পায় সেই বিষয়টি আমি গুরুত্বের সাথে দেখবো। এ ছাড়া আমি এ উপজেলায় যোগদান করার পর তাকে নানা অনুষ্ঠানে আমন্ত্রন জানিয়ে আসছি। আলহাজ্ব কছিম উদ্দীন আহম্মেদ বলেন, ভাষা সৈনিক
হিসেবে স্বীকৃতি পেলে অবশ্যই ভালো লাগবে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার আবেদন জীবনের শেষ বয়সে তাকে যেন ভাষা সৈনিক হিসেবে স্বীকৃতি দেন।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ