ছাতিয়ানগ্রামের রাজু বাহিনীকে গ্রেফতারের দাবীতে স্বারকলিপি
বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপি এলাকায় ত্রাস সৃষ্টি, নিরীহ মানুষকে মারধর, চাঁদাবাজি, অপহরণ, নারী নির্যাতন, ছিনতাই সহ অসামাজিক কর্মকান্ডের হোতা অর্ধ ডজনের বেশি
মামলার পলাতক আসামী রাজু পাহালোয়ান ও তার বাহিনীকে গ্রেফতার ও তাদের বিচারের দাবীতে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের কাছে এলাকার ভুক্তভোগি সহাস্রাধিক মানুষ স্বাক্ষরিত একটি স্বারকলিপি দিয়েছেন।
বুধবার (১৫ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় ছাতিয়ানগ্রামের আবু হেনা মোস্তফা কামাল,জালাল উদ্দিন শেখ ও লুৎফর রহমানের নেতৃত্বে¡ উপজেলা
নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের কাছে তার অফিসে তাদের দাবী সম্বলীত এই স্বারকলিপি প্রদান করা হয়।
স্বরকলিপিতে বলা হয়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের রাুজ পাহালোয়ানের নেতৃত্বে রাকিব, বাঁধনসহ ৯জন যুবক মিলে এলাকায় দীর্ঘদিন যাবত জুয়া কেলা, মাদক, সাধারণ মানুষকে মারধর, অপহরণ, নারী নির্যাতন, ছিনতাই, চাঁদাবাজি, ইভটিজিংসহ নানা অপকর্ম করে আসছে। তারা ছাতিয়ানগ্রাম এলাকায় ্ধসঢ়;্রাস সৃষ্টি করে নিরীহ মানুষকে মারধর করে টাকা হাতিয়ে নেয়। এই রাজু বাহিনীর ভয়ে কেউ কথা বললেই তাকে অপহরণ ও মারধর করা হয়। রাজু পাহালোয়নসহ তার বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে ওইসব কর্মকা্েধসঢ়;ডর অভিযোগে আদমদীঘি ও নওগাঁসহ বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। তারপরও রাজু পাহালোয়ানসক তার সহযোগীদের পুলিশ ধরতে পারেনি। বর্তমানে রাজু পাহালোয়ান বাহিনীর হুমকি ও ভয়ভীতির কারনে এলাকার মানুষ শংকিত রয়েছে তারা নিরাপদে চলফেরা বা ঘুমাতে পারেনা।
স্বারকলিপিতে ১ হাজার ১৫জন ভুক্তভোগি মানুষ স্বাক্ষর করে অবিলম্বে ওই বাহিনীকে গ্রেফতার ও তাদের বিচার দাবী করে স্বরাস্ট্র মন্ত্রীর নিকট এই আবেদন করেন। উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার স্বারকলিপি পাওয়া নিশ্চিত করে বলেন আবেদনটি যথাযথ কার্যালয়ে পৌঁছনো হবে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ