একঝাঁক উদ্যমী তরুন-তরুণীর কর্মস্ংস্থান সৃষ্টি করলো আকবরিয়া লিমিটেড
শারমিন, সোহানুর, হিমেল, আদেশ চক্রবর্তী, জান্নাতুল ফেরদৌসী, আরিফা, রমিজ আহমেদ, ফারজানাসহ শতাধিক তরুন-তরুণী কেহ পড়াশোনা করছে, কেহ পড়াশোনা শেষ করেছে। মাথায় একটাই চিন্তা বাবা-মা বহু কষ্টে লেখাপড়ার খরচ জোগায় তাদের স্বপ্ন মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে সন্তানরা। বেকারত্বের ছোবল হতে মুক্ত হয়ে কর্মসংস্থান পাবে। সে কর্মসংস্থান দ্বারা বাবা মায়ের আশা পুরণ করবে। স্বপ্নে বিভোর একঝাঁক উদ্যমী তরুন-তরুণী আকবরিয়া লিমিটেড এর সাথে বুধবার যুক্ত হয়। তাদের মেধা-মনন, প্রজ্ঞাকে কাজে লাগিয়ে এ প্রতিষ্ঠানকে এগিয়ে নেবে এমন অনভূতি ব্যক্ত করেন।
অনুভুতি ব্যক্ত করা শারমিন বলেন জীবনের প্রথম কর্মসংস্থান পেয়ে খুবই ভাল লাগছে। কর্মের প্রতি শ্রদ্ধা আমার বহুগুণে বেড়ে গেল। জান্নাতুল নাইম বলেন, কর্মই মানুষকে শানিত করে তোলে। মানুষ বাঁচে কর্মের মাঝে বয়সের মাঝে নয়। তাই কর্মকে প্রাধান্য দিয়ে জীবনকে সুন্দর করে সাজাতে চাই। সবার চোখে মুখে আশার সঞ্চার জাগছে। স্বপ্নে বুক বাঁধছে রোজগার যেটুকু হোক না কেন বাবা মায়ের মুখে হাসি ফুটাবে তারা। তাদের কর্মে যোগদানকালে আকবরিয়া লিমিটেড এর চেয়ারম্যান হাসান আলী আলাল বলেন, জীবনের প্রথম কর্মে পদার্পন এ অনুভুতিটা প্রত্যেককের হৃদয়ে স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। যোগ্যতা দক্ষতা, অভিজ্ঞতা একদিন আপনাদেরকে উচ্চ শিখরে পৌছে দিবে। এ প্রতিষ্ঠানের যারা উচ্চ পর্যায়ে কাজ করছে আপনাদেরও টার্গেট থাকবে সততা, চেষ্টা ও কর্মদক্ষতা দ্বারা উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা। আপনাদের প্রত্যেককের সুপ্ত প্রতিভা দ্বারা শুধুমাত্র এ প্রতিষ্ঠান উপকৃত হবে না, উপকৃত হবে দেশের আঠারো কোটি ভোক্তা। ভোক্তার সন্তুষ্টি হোক আপনাদের অঙ্গিকার। ভোক্তাদের রয়েছে নিরাপদ খাদ্য কেনার অধিকার।
তিনি আরো বলেন, এ প্রতিষ্ঠানটি ব্যবসা প্রসারের সাথে সাথে বেকারত্ব মোচনে বিশেষ ভুমিকা রাখছে। বর্তমান সরকার বেকারত্ব মোচনে যেভাবে কাজ করে যাচ্ছে আমাদেরও উচিত কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে বেকারত্ব মোচনে অংশ নেয়া।
এ সময় উপস্থিত ছিলেন, এইচআরহেড ছানোয়ার হোসেন শুভ, সহকারী আনোয়ারুল হক, ইউনুস আলী বাবুল, আব্দুর রহমান, লিগাল এইড অফিসার, সাবিনা ইয়াসমিন, আইটি কর্মকর্তা মেজবাহুর রহমানসহ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি