শিবগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বীর নিবাস হস্তান্তর
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর উপহার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে বীর নিবাস (মুক্তিযোদ্ধাদের বাস ভবন) প্রদান অনুষ্ঠান শিবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বীর নিবাস হস্তান্তর অনুষ্ঠান সরাসরি অবলোকন এবং দেখার পর উপজেলা নির্বাহী অফিসার শিবগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধাদের গৃহ হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপ-পরিচালক আব্দুর রাজ্জাক বেলাল। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার মুক্তিযোদ্ধাদের মাঝে বীর নিবাসের প্রতীকি চাবি হস্তান্তর করেন। বীর নিবাসের চাবি গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ফকির, আব্দুল বারী, সন্তোষ কুমার দিলীপ, তোজাম্মেল হোসেন, নরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, শিক্ষা কর্মকর্তা এস.এম সারোয়ার জাহান, কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার টি.এম আব্দুল হামিদ, আবাসিক মেডিকেল অফিসার বিপুল সরকার, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী খাদিজা খাতুন, উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং যায়যায়দিন শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহেল আক্তার মিঠু।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি