শিবগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার শিবগঞ্জ হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অংশ গ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। বক্তব্য রাখেন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম সারোয়ার জাহান, সহকারি শিক্ষা কর্মকর্তা বিল্লাল হোসেন, এমদাদুল হক মন্ডল, পরিতোষ চন্দ সরকার, কৃষ্ণা দরফদার, রুশায়দা নাছরিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সোহেল আক্তার মিঠু, প্রধান শিক্ষক আব্দুল আজিজ, জালাল উদ্দিন, সহকারি শিক্ষক আমিনুল ইসলাম, তাজমিলুর রহমান সাইদুর, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম শিপন, নাজনীন বানু, সুরাইয়া খানম, চম্পা রানী মোদ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ