পার্বতীপুরে মালামাল সহ সংঘবদ্ধ রেলওয়ে লোহা চোর দলের সদস্য গ্রেফতার
দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ের চোরাই মালামাল সহ সংঘবদ্ধ রেলওয়ে লোহা চোর দলের সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকালে গ্রেফতারকৃত চোরকে দিনাজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার রাতে পার্বতীপুর রেলওয়ে জংশন ইয়ার্ডে রেলওয়ের মালামাল চুরি করার সময় রেলপথের ২ টি চেয়ারপ্লেট সহ ইয়ার্ডে কর্মরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আসাদুল ইসলাম (২৫) কে হাতেনাতে গ্রেফতার করে। সে পার্বতীপুর রেলওয়ে বাবুপাড়ার জনৈক আবু সুফিয়ানের পুত্র।
পার্বতীপুর কর্মরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চীফ ইন্সপেক্টর আহসান হাবিব জানান,গ্রেফতারকৃত আসাদুল ইসলাম একজন সংঘবদ্ধ রেলওয়ে লোহা চোর দলের সদস্য এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক রেলওয়ে লোহা চুরির মামলা রয়েছে। তিনি আরও বলেন তাকে হাতেনাতে গ্রেফতার করতে আমরা তৎপর ছিলাম।
এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ