আদমদীঘিতে শতবর্ষী পুকুর ভরাটের অভিযোগ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা শহরের শতবর্ষী একটি পুকুর ভরাট কাজ চলছে বলে অভিযোগ মিলেছে। পুকুরটি শুধু শতবর্ষী-ই নয়, ঐতিহ্য ও বিবাদমান সম্পত্তি। ৮০ দশক থেকে এটির মালিকানা দাবীদার একাধিক। এক পক্ষের আদালতে করা মামলা চলমান অবস্থায় পুকুরটি বেচা-কেনা চলছে অবাধে। পুকুরের জমি ক্রেতারা বেশ বিত্ত ও প্রভাবশালী। এসব প্রভাবশালী ক্রেতাদের নামে নামজারীও করে দিচ্ছেন উপজেলা ভূমি বিভাগ। নামজারী করে দিতে পৌর ভুমি কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে মোটা অংকের উৎকোচ গহ্রনের অভিযোগ উঠেছে।
পুকুরের জমি ক্রয় ও নামজারীর পর ক্রেতারা মাটি ভরাট শুরু করে। এ বিষয়ে পুকুর এলাকার বাসিন্দা মির্জা রাজিব, রোকন উদ্দিন ফিরোজ, তপন, আসাদুজ্জামান, সাইদুর রহমান শেখ গোলাম মোস্তফাএবং ব্যাংক কর্মকর্তা মির্জা ইকবাল হোসেন উপজেলা নির্বাহী অফিসারকে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্র সুত্রে জানা গেছে, শহরের রথবাড়ি এলাকার বেণীমাধব আশ্রম নামের একটি মন্দিরের সামনের এক একর ১৯ শতক আয়তনের শতাধিক বছরের পুরনো পুকুর রয়েছে। ওই পুকুরের চারপাশের বাসিন্দারা দীর্ঘ ৯০/১০০ বছর ধরে গৃহস্থালী নানা কাজ করাসহ অনেকগুলো বাড়ি, মসজিদের ওজুখানা ও কয়েকটি ড্রেনের পানি নিস্কাশন হয়ে আসছে।
এমন অবস্থায় জনৈক হামিদুল সোনার, রাকেস সাহা, হিমু, রাজকুমারসহ কয়েকজন মাটি ফেলে পুকুর ভরাট করছে, যা’ ভূমি, মৎস্য ও পরিবেশ আইন বিরোধী কাজ বলে দাবী করা হয়েছে। ক্রয় সুত্রে মালিক দাবীদারদের মধ্যে হামিদুল সোনার ওই পুকুরের সম্পত্তি কেনার সত্যতা নিশ্চিত করলেও মাটি ভরাট করছেন না, অন্য কারা ভরাট করছে সেটা তিনি জানেন না বলে জানান। অপর ক্রেতা রাজকুমার সাহা বলেন, পুকুরের পাঁচ শতাংশ সম্পত্তি কেনার পর দখল নিতে কিছু পরিমান মাটি ভরাট করেছি। বর্তমানে তিনিসহ অন্য ক্রেতারা মাটি ভরাট বন্ধ রেখেছেন বলেও দাবী করেন।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ