আদমদীঘিতে ভি,ডব্লিউ,বি চালের কার্ড বিতরণ
বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে যাচাই বাছাই অন্তে ৩৬৩ জন দরিদ্রদের দুই বছর মেয়াদী ৩০ কেজি করে প্রতি মাসে ভি,ডব্লিউ,বি ২০২৩-২৪ অর্থ বছরের কার্ড ও চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গনে এ লক্ষে এক আলোচনা সভা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কার্ড ও চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার বরুন কুমার পাল, পল্লী উন্নয়ন অফিসার তৌহিদুর রহমান, ইউপি সচিব সোহেল রানা প্রমূখ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ