ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শরীরের সুস্থ পরিচর্যা হয়: সংসদ রিপু
বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু বলেছেন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শরীর ও মনের সুস্থ পরিচর্যা হয়। তাই লেখাপড়ার পাশাপাশি প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানকে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শরীর ও মনকে সতেজ করে। ফলে শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোযোগী হয়।
তিনি বৃহস্পতিবার সকালে বগুড়া সিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও ১০নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বরেণ্য অতিথি ছিলেন সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহুরা ওয়াহিদা রহমান। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগাঠনিক সম্পাদক এ্যাড. জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ শেখ, ১২নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক সুমন, পৌরসভার সাবেক প্যানের মেয়র কামরুল আলম রিপু, ১০নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল জব্বার লয়া, সাধারন সম্পাদক সাইদুর রহমান এবং আসাদুল হক কাজল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ম্যানেজিং কমিটির সদস্য ফিরোজ আহম্মেদ দিপু, হেলালূল করিম হেলাল, শাহরিয়া হাসান রাসেল প্রমুখ সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। শেষে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

প্রেস বিজ্ঞপ্তি