নবযোগদানকৃত শিক্ষকদের বরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের বরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের বাঙ্গালীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সৈয়দপুর উপজেলা প্রধান শিক্ষক সমিতি ও সহকারী শিক্ষক সমিতির যৌথভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান ও উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার।
সৈয়দপুর উপজেলা প্রধান শিক্ষক সমিতি ও সৈয়দপুর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিন প্রধান, সৈয়দপুর তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান খান, বাঁশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেতাব -উল শহীদ, মোস্তাফিজুর রহমান বাদল,সহকারী শিক্ষক আমিনুর রহমান বিপু, জাহাঙ্গীর আলম,নবযোগদানকৃত সহকারী শিক্ষক আজিজুল হাকীম ও মোছা. জিনিয়া প্রমূখ।
এর আগে বরণ অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদযোগদানকৃত সহকারী শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোছা. মুসারাত জাহান, মো. আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক রুখসানা প্রধান, মো. ইলিয়াছ, মো. সামসুল হক, শিউলি সুলতানা, শিবলী রহমান,আব্দুল মালেকসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সৈয়দপুর উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ১৬ জন সহকারী শিক্ষক-শিক্ষিকা যোগদান করেন। এদের মধ্যে ১০ জন মহিলা শিক্ষক এবং ৬ জন পুরুষ শিক্ষক রয়েছেন। গত ২২ জানুয়ারি নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক-শিক্ষিকারা উপজেলা বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: