সৈয়দপুরে আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী
নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক সন্ধ্যা ঐকতান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় বিএইউএসটি’র কেন্দ্রীয় খেলার মাঠে ওই বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র প্রাক্তন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল হোসেন পিএসসি (অবঃ)।
এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান (অবঃ)।
দেশাত্ববোধক দলীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হয় প্রতিষ্ঠানটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক সন্ধ্যা ঐকতান। এরপর একে একে কবিতা আবৃত্তি, নৃত্য, মুখাভিনয়, বিএইউএসটি নিয়ে সংবাদ পরিবেশন, ভাওয়াইয়া গান, কাওয়ালী, রবীন্দ্র সংগীত, র্যাম্প শোসহ নানা মনোজ্ঞ আয়োজন ছিল সাংস্কৃতিক সন্ধ্যা ঐকতান অনুষ্ঠানে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বর্তঃস্ফুর্তভাবে অংশ নেন ।
মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানটি প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে উপভোগ করেন। গোটা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী উম্মে কুলসুম নাইস ও কায়সার রায়হান।
এদিকে, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরো ক্যাম্পাস ও হলগুলোতে ব্যাপক আলোকসজ্জা করা হয়েছিল।
উল্লেখ্য, গত ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি নীলফামারী সৈয়দপুর সেনানিবাসে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তৎকালীণ সংস্কৃতি মন্ত্রী ও নীলফামারী -২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর উপস্থিত থেকে ফলক উন্মোচন করে এর শুভ উদ্বোধন করেন। বর্তমানে এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে কয়েকটি বিভাগে বিপুল সংখ্যক শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: