পোরশায় ভুয়া এনজিও খুলে প্রতারণা, আটক ২
নওগার পোরশায় ভুয়া এনজিও খুলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে অর্থ আত্নসাতের অভিযোগে দুই প্রতারককে আটক করেছে র্যাব।
আটকৃতরা হলেন, পোরশা উপজেলার কালাইবাড়ি গ্রামের আফজাল হোসেনের ছেলে মাসুদ রানা(২৯) ও সরাইগাছি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে তোফাজ্জল হোসেন(৫৭)। এদের মধ্যে মাসুদ রানা কথিত 'সাকো' এনজিওর এমডি ও তোফাজ্জল হোসেন ওই এনজিওর কর্মী।
র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান। পোরশা উপজেলার সারাইগাছি বাজারে 'সাকো' নামের একটি ভুয়া এনজিও খুলে মানুষের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল জহরুল ইসলাম ও মাসুদ রানা নামের দুই ব্যক্তি। তাদের সহযোগী হিসেবে কাজ করছিলেন তোফাজ্জল হোসেন।
প্রতারক জহুরুল ইসলাম, মাসুদ রানা ও তোফাজ্জল হোসেন সরাইগাছি বাজারে একটি অফিস ভাড়া নিয়ে সাকো নামে একটি এনজিও খোলেন। এরপর তারা নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার সাধারণ মানুষের কাছ থেকে মাসিক মুনাফার প্রলোভন দেখিয়ে জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে এফডিআর খুলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন। শুরুতে কিছু ব্যক্তিকে দুই এক মাস মুনাফা প্রদান করেন এবং পরবর্তীতে মুনাফা প্রদান করা বন্ধ করে দেন। ফলে গ্রাহকরা তাদের জমাকৃত টাকা ফেরত চাইলে তারা টাকা দিতে টালবাহানা শুরু করেন।
এরকম ভুক্তভোগীদের মধ্যে শাহাবুদ্দিন, আমিনুল ও আমানুল্লাহ সাকো এনজিওকে সাড়ে দশ লাখ টাকা এই মর্মে প্রদান করে যে, প্রতি মাসে তাদের এক লাখে ১০ হাজার টাকা দেওয়া হবে। এরপর কথিত সাকো এনজিও এর এমডি মাসুদ রানা ও নির্বাহী পরিচালক জহুরুল ইসলামের কাছে মুনাফা চাইতে গেলে তারা টাকা প্রদানে টালবাহানা শুরু করেন। পরে আসল টাকা ফেরত চাইলে আজ দেব কাল দেব বলে কালক্ষেপণ করেন। পরে একটা সময় তারা টাকা দিতে অপারগতা প্রকাশ করেন।
একইভাবে নওগাঁ জেলার সাপাহার ও পোরশা উপজেলার প্রায় আট-দশ জন ভুক্তভোগী র্যাব ক্যাম্প জয়পুরহাটে এসে তাদের সাথে সাকো এনজিও প্রতারণা করেছে বলে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে র্যাব ছায়া তদন্ত শুরু করে।
১৩ ফেব্রুয়ারি র্যাব-৫ এর নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে সাকো এনজিওর এমডি মাসুদ রানা ও নির্বাহী পরিচালক জহুরুল ইসলাম সবকিছু বিক্রি করে পালিয়ে যাবে। এরপর র্যাব-৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে সরাইগাছি বাজারে গিয়ে হাতে নাতে জুডিশিয়াল ও নন জুডিশিয়াল স্ট্যাম্পসহ সাকো এনজিওর এমডি মাসুদ রানা ও তোফাজ্জল হোসেনকে আটক করা হয়। এ সময় ওই ভুয়া এনজিওর নির্বাহী পরিচালক জহুরুল ইসলাম র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আটককৃতদের বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :